সম্প্রতি মেঘনা ব্যাংক লিমিটেড এবং পাবলিক প্রাইভেট পার্টনারশীপ অথরিটি-পিপিপি’র মধ্যে একটি সমঝোতা স্মারক আগারগাঁয়ে পিপিপি কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে মেঘনা ব্যাংক পিপিপি প্রজেক্টগুলোতে আরো সক্রিয় অবদান রাখতে পারবে।
সমঝোতা স্মারকে মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন এবং পিপিপি অথরিটি’র চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব মুহম্মদ ইব্রাহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে পিপিপি অথরিটি’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের পাশাপাশি মেঘনা ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং জনাব কিমিয়া সাদাত, ব্যাংকের হেড অব পাবলিক সেক্টর, পিপিপি এন্ড ক্যাশ ম্যানেজমেন্ট মিসেস সুফিয়া আক্তার, হেড অব রিলেশনশীপ, পিপিপি এন্ড ক্লাইমেট ফাইন্যান্স জনাব মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন বলেন, “অবকাঠামোগমত উন্নয়নে পিপিপি’র প্রজেক্টগুলো বড় অবদান রাখতে পারে। আর সেখানে মেঘনা ব্যাংক সহায়ক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ভবিষ্যতে নানাবিধ সুবিধা দিতে পারবে”