ওয়ানস্টপ সার্ভিসের আওতায় বিনিয়োগকারীদের জন্য অতি জরুরী ৬৪টি সেবা নিশ্চিত করতে মেঘনা ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেপেলপমেন্ট অথরিটি- বিডা’র মধ্যে সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৩ ফেব্রুয়ারী ২০২২, বুধবার রাজধানীর আগারগাঁও-এ বিডা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেপেলপমেন্ট অথরিটি-এর নির্বাহী সদস্য মিসেস মোহসিনা ইয়াসমিন এবং মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
মেঘনা ব্যাংক ছাড়াও ওয়ান ব্যাংক, ডিপার্টমেন্ট অব এক্সক্লুসিভ এবং চীফ ইনসপেকটর অব বয়লার্স অফিস অনুষ্ঠানে অংশ নেয়।
মেঘনা ব্যাংক লিমিটেড পঞ্চম ব্যাংক হিসাবে ওয়ান স্টপ সার্ভিস প্রক্রিয়ায় বিডা’র সাথে সংযুক্ত হলো। এর আগে সোনালী ব্যাংক, স্ট্যান্ডার্ড চ্যাটার্ড, ইবিএল, সিটি ব্যাংক এবং ইসলামী ব্যাংক এ প্রক্রিয়ায় যুক্ত হয়েছিলো।
অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান জনাব কিমিয়া সাদাত, পিপিপি এবং ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মিসেস সুফিয়া আক্তার এবং বিডার ব্যবস্থাপনা বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।