শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক এবং ব্যাংকক হসপিটালের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

প্রকাশঃ

সম্প্রতি মেঘনা ব্যাংক লিমিটেড এবং ব্যাংকক হসপিটাল বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে, মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান এভিনিউ, ঢাকায়। আর এই চুক্তির ফলে, মেঘনা ব্যাংকের সব কার্ডধারী এবং ব্যাংকের কর্মীরা থাইল্যান্ডে অবস্থিত ব্যাংকক হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে সর্বোত্তম চিকিৎসা সুবিধার পাশপাশি রুম চার্জ, ল্যাবরেটরি ফি, এক্স-রে এবং মেডিসিন ফি-তে ডিসকাউন্ট সুবিধা নিতে পারবেন। এছাড়া ডেন্টাল ক্লিনিকে নির্বাচিত দাঁতের চিকিৎসা ক্ষেত্রেও নানান সুবিধা দেবে ব্যাংকক হসপিটাল। বিশেষ করে এই সমঝোতা স্মারক চুক্তির ফলে থাইল্যান্ডের স্বনামধন্য ব্যাংকক হাসপাতালে মেঘনা ব্যাংকের কার্ডধারী গ্রাহকরা একদিকে সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা পাবে অন্যদিকে ব্যাংক ও হাসপাতালের মধ্যকার পারস্পরিক সর্ম্পক আরো জোরদার হবে।

সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন এবং লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. নীলাঞ্জন সেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব কর্পোরেট ব্যাংকিং জনাব কিমিয়া সাদাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ট্রেজারি জনাব মোঃ ছাদিকুর রহমান এবং লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব কাজী শারহান সাইফ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ