শনিবার, ২৯শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক এর উদ্যোগে ‘ব্রাঞ্চ বিজনেস ডায়ালগ: অ্যালাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন’ অনুষ্ঠিত

প্রকাশঃ

মেঘনা ব্যাংক পিএলসি, লেকশোর হোটেলে ‘ব্রাঞ্চ বিজনেস ডায়ালগ: অ্যালাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন’ এই আয়োজনে ব্যাংকের শাখা এবং উপ-শাখার ব্যবস্থাপকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য কৌশলগত মতামত উপস্থাপন করেন। অংশগ্রহণমূলক এই আলোচনার মাধ্যমে শাখা ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের মধ্যে মতবিনিময় হয়, যা ব্যাংকের দীর্ঘমেয়াদে উন্নয়নের দিকনির্দেশনা প্রদান করবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেঘনা ব্যাংকের মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব তানভীর আহমেদ, পরিচালক জনাব এস এম জাহাঙ্গীর আলম মানিক, পরিচালক মিসেস উজমা চৌধুরী, পরিচালক জনাব মো: মাহমুদুল আলম, পরিচালক মিসেস তারানা আহমেদ এবং প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আহ্সান খলিল।

অনুষ্ঠানে উপস্থিত সুধীজনদের দিকনির্দেশনামূলক বক্তব্য আলোচনাকে আরও সমৃদ্ধ করে, যা ব্যাংকের উদ্ভাবনী কার্যক্রম, সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত গ্রাহক সেবা প্রদানের অঙ্গীকার পুন:ব্যক্ত করেছে।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন, “আমাদের সম্মানিত গ্রাহকরা আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার তাই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি গ্রাহক সেবাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিবো”।

এ সময় ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আহ্সান খলিল বলেন, “আমাদের ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখায় ম্যানেজাররা ব্যাংকের উন্নয়নে সর্বোচ্চ শ্রম দিচ্ছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ২০২৫ সালে সবার সম্মিলিসত প্রচেষ্টায় মেঘনা ব্যাংক সফলতার শীর্ষে অবস্থান করবে”

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ