শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক এর স্পন্সরে খেলবে গুলশান ইয়ুথ ক্লাব প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট দল

প্রকাশঃ

মেঘনা ব্যাংক গত ১৭ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে গুলশান ইয়ুথ ক্লাবের প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট দলে পৃষ্ঠপোষকতা প্রদান করে। দেশের নারী ক্রিকেট উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ এ পৃষ্ঠপোষকতায়, ক্লাবটির প্রিমিয়ার ডিভিশন নারী দল তাদের ২০২৪-২৫ মৌসুমে ক্রিয়া এবং এ সংক্রান্ত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক জনাব জাহাঙ্গীর আলম মানিক, প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আহ্সান খলিল, উপ- ব্যবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাদাত সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গুলশান ইয়ুথ ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট জনাব হুমায়ুন কবির, সেক্রেটারি জেনারেল ড: ওয়াহিদুজ্জামান (তমাল) এবং ভাইস প্রেসিডেন্ট জনাব মেহেদী হাসান সহ অন্যান্য সিনিয়র সদস্য এবং কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জনাব মোহাম্মদ আশরাফুল।

প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে ক্রীড়া বিকাশ এবং নারী ক্রিকেট উন্নয়নে মেঘনা ব্যাংক সবসময়ই পাশে আছে। আজকের এ পৃষ্ঠপোষকতা বাংলাদেশের নারী ক্রিকেট উন্নয়নে আমাদের সহযোগী কার্যক্রমের অংশ”

গুলশান ইয়ুথ ক্লাবের পক্ষে ক্লাবের প্রেসিডেন্ট এবং সিনিয়র কর্মকর্তাবৃন্দ মেঘনা ব্যাংক কর্তৃপক্ষের কাছে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বক্তব্যে তারা উল্লেখ করেন, বাংলাদেশের নারী ক্রিকেট উন্নয়নে মেঘনা ব্যাংকের এ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে নারী ক্রিকেট দলটির ভবিষ্যত সাফল্য কামনা করে আশা ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ