রবিবার, ৯ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক চট্টগ্রামের আবেদিন কলোনিতে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে

প্রকাশঃ

মেঘনা ব্যাংক পিএলসি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকিং সেবা বিস্তারের অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামের আবেদিন কলোনি, লাভ লেইনে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাদাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেটটি’র শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট এবং ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান জনাব এসকে পারভেজ মারেকার, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাদাত, ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আর্থিক অর্ন্তভূক্তির প্রসার ঘটানোর বিষয়ে মেঘনা ব্যাংকের অঙ্গীকার পুন:ব্যক্ত করেন। তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন আর্থিক সেবা নিশ্চিত করতে মেঘনা ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা আরও বৃদ্ধি করবে”।

এজেন্ট ব্যাংকিংয়ের আর্থিক অর্ন্তভূক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা তুলে ধরে, জনাব এসকে পারভেজ মারেকার বলেন, “নতুন আউটলেটটি স্থানীয় জনগণের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরো সহজ করবে এবং যা এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে ব্যাপকভাবে অবদান রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম ক্লাব লিমিটেডের চেয়ারম্যান জনাব শোভন এম. শাহাবুদ্দিন রাজ, বিশিষ্ট উদ্যোক্তা জনাব মনজুরুল হক মনজু এবং বীর প্রতীক কর্নেল (অব:) এটিএম সালাহউদ্দিন। তাঁরা মেঘনা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে মেঘনা ব্যাংক আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত: মেঘনা ব্যাংক পিএলসি ২০২১ সালের আগস্ট মাসে প্রথমবারের মতো এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে। নতুন এই আউটলেটটি ব্যাংকের আর্থিক অর্ন্তভূক্তির লক্ষ্যকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাংকিং সেবার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে বলে আশা করা যাচ্ছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ