শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক বাজারে আনলো নতুন প্রি-পেইড কার্ড- ‘ঘুড়ি’ এবং ‘হৈ চৈ’

প্রকাশঃ

এবার মেঘনা ব্যাংক লিমিটেড ভিসার সঙ্গে বাজারে আনলো দুটি প্রি-পেইড কার্ড- ‘ঘুড়ি’ এবং ‘হৈ চৈ’। সম্প্রতি মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয় গুলশান, ঢাকায় নতুন এই কার্ড দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন। মেঘনা ব্যাংকের নতুন এই প্রি-পেইড কার্ড ব্যবহার করে শপিং, খাবার-দাবার কেনাকাটা, ই-কমার্স এবং ট্রাভেলিং-এ দারুন সব অফার পাওয়া যাবে। বিশেষ নিরাপত্তা সম্বলিত এই কার্ডে দেশের বাইরেও কেনাকাটা করা যাবে। এছাড়া এই প্রি-পেইড কার্ডে অনলাইনে লেনদেন এবং আই ব্যাংকিং-এর ফিচারসমূহ ব্যবহার করা যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেঘনা উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব শ্যামল বি. দাশ এবং হেড কার্ডস জনাব জিশান আহাম্মদ, ভিসার পক্ষে ছিলেন দক্ষিণ এশিয়ার বিজনেস ডেপেলপমেন্ট ডিরেক্টর জনাব আশীষ চক্রবর্তী, ডিরেক্টর মার্চেন্ট সেলস ও অ্যাকুয়ারিং জনাব আরিফুর রহমান এবং ডিরেক্টর প্রডাক্ট এন্ড সলিউশনস জনাব সিরাজ সিদ্দিকী।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ