মেঘনা ব্যাংক পিএলসি এইচএসসি, এসএসসি, ও- লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় পাস করা ব্যাংক পরিবারের সন্তানদের অসাধারণ কৃতিত্ব উদযাপনের জন্য একটি বিশেষ সম্মাননা অনুষ্ঠান “হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড – ২০২৪” আয়োজন করেছে।
বিশেষ এই অনুষ্ঠানটিতে মেঘনা ব্যাংকের কর্মকর্তা / কর্মচারীগণ পরিবারসহ তাদের পুরস্কারপ্রাপ্ত ছেলে / মেয়েদেরকে তাদের শিক্ষাজীবনে সাফল্য গাঁথা উদযাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের নানান অর্জন, অভিজ্ঞতা, সাফল্যগাঁথা তুলে ধরে। এ সময় শিক্ষার্থীদের সাফল্য অর্জনে অক্লান্ত পরিশ্রম, উৎসাহ, আর নানান প্রতিকূলতার গল্পগুলো তুলে ধরেন অভিভাবকরা।
অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আহ্সান খলিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাদাত এবং জনাব মো: ছাদেকুর রহমান, ম্যানকম সদস্যবৃন্দ এবং মেঘনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।