বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেছতার দাগ দূর করতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক

প্রকাশঃ

মেছতার সমস্যায় নারী-পুরুষ উভয়ই ভোগেন। মেছতা অর্থাৎ মুখে কালো দাগ একটি সৌন্দর্য বিনষ্টকারী সমস্যা, মুখে মেছতা পড়লে চেহারার সৌন্দর্য নষ্ট হয়। ত্বকের এক ধরনের দীর্ঘস্থায়ী সমস্যা হলো মেছতা। একবার ত্বকে মেছতার দাগ পড়লে, তার থেকে পুরো মুখে ছড়িয়ে পড়ে কালো দাগ। যা ত্বকের সৌন্দর্য পুরোটাই নষ্ট করে দেয়।

যাদের মুখে মেছতা আছে, তারা বিভিন্ন বাজারচলতি প্রসাধনী ব্যবহার করে ত্বকের আরও ক্ষতি করেন। এসব ব্যবহারে মেছতার দাগ হালকা হয় ঠিকই, কিন্তু কিছুদিন পর আবারও দাগ গাঢ় হতে থাকে।

তাই ভরসা রাখুন ভেষজ উপাদানে। এতে সবয় লাগলেও এক সময দেখবেন মেছতার দাগ ধীরে ধীরে উঠে যাবে। ঘরোয়া এক ফেসপ্যাক ব্যবহারেই মুখের জেদি মেছতার দাগ সহজেই দূর করতে পারবেন।

এজন্য যা যা লাগবে : টমেটো বাটা ২ টেবিল চামচ, বেসন ২ টেবিল চামচ, মধু ১ চা চামচ, টকদই ১ টেবিল চামচ ও অ্যালোভেরা জেল ১ টেবিল চামচ।

কীভাবে তৈরি করবেন ফেসপাকটি : এজন্য একটি পরিষ্কার বাটিতে সবগুলো উপকরণ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এরপর ত্বকে ব্যবহার করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন।

ফেইসপ্যাকটি যেভাবে কাজ করে : এই ফেসপ্যাকের সবগুলো উপকরণই ত্বকের জন্য খুবই উপকারী। এই প্যাক ব্যবহারে ত্বকের বয়েসের ছাপ, ব্রণসহ বিভিন্ন সমস্যার সমাধান করে। ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে এই ফেসপ্যাক।

নিয়মিত এই প্যাক ব্যবহারে ত্বক কিছুদিনের মধ্যেই হবে ফর্সা, মসৃণ, টানটান ও ঝকঝকে। তবে মনে রাখবেন যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা অ্যালোভেরা জেল বাদ দেবেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ