দেশের প্রথম মেট্রো রেলের কোচ অবশেষে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে মোংলায় নোঙ্গর করে কোচবাহী জাহাজটি। বৃহস্পতিবার খালাস শেষে নৌপথেই রওনা দিয়ে এক সপ্তাহের মধ্যে পৌঁছাবে দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে।
নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকির তত্ত্বাবধানে ২৭ দিন পরে এসে পৌঁছায় মোংলায়। পরিবহনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি বলছে বৃহস্পতিবারের মধ্যে খালাস শেষে তা রওনা দেবে ঢাকার উদ্দেশে। পৌঁছে দেয়া হবে দিয়া বাড়ির ডিপোতে।
জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড মেট্রোরেলের জন্য কোচগুলো তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।