শনিবার, ৪ঠা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ দুপুরে

প্রকাশঃ

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সরকারি ও বেসরকারি মেডিকেলে এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির পরিক্ষার ফল প্রকাশ কর হবে । এদিন দুপুর ১টায় দেশের সরকারি বেসরকারি ১০৯টি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশের বিষয়ে গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টায় এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থেকে এ ফল প্রকাশ করবেন।

এ বছর মেডিকেল কলেজসমূহে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন।

আরও পড়ুন : রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি

দেশে সরকারি মেডিকেলে রয়েছে ৩৭টি। মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১০ হাজার ৮২৯টি।

সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ