রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেসেঞ্জারে নতুন নিরাপত্তা ফিচার সংযুক্ত

প্রকাশঃ

গ্রাহকদের জন্য আরও নজরদারি বাড়াতে ফেসবুক মেসেঞ্জারে সংযুক্ত হলো নতুন নিরাপত্তা ফিচার। সম্প্রতি ফেসবুক মেসেঞ্জার এরকম একটি ফিচার সংযুক্ত করতে যাচ্ছে যা চ্যাট ও কলের নিরাপত্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন করে।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন হচ্ছে- যে দুজনের মধ্যে কথোপকথন হয়েছে, তারা বাদে সেই তথ্য অন্য কেউ দেখতে পাবেন না। আর এবার থেকে থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা মেসেঞ্জার চ্যাটে ডিজাপিয়ারিং মেসেজের কেউ স্ক্রিনশট নিলে নোটিফিকেশন পাবেন গ্রাহক।

এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিরাপত্তা ফিচার , যা এতদিন ধরে চালু ছিল শুধুমাত্র কিছু সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য। এবার সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন। তবে সবাই এখন এই অপশনটি ব্যবহার করতে পারবেন না। শিগগিরই তা সবার জন্য আসছে।

আরও পড়ুন : স্মার্টফোন প্রতিদিন কত সময় নেয়

এর পাশাপাশি মেসেজ রিঅ্যাকশন ফিচারও রিলিজ করা হচ্ছে। মেসেঞ্জারের এই অপশনটির সাহায্যে ইমোজিসহ মেসেজের প্রতিক্রিয়া জানানো যাবে।

ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গও জানিয়েছিলেন, ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি মেসেঞ্জারে গ্রুপ চ্যাট, গ্রুপ অডিও বা ভিডিও কলের ক্ষেত্রেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন কার্যকর হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ