রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেয়ে আলাইনাকে নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

প্রকাশঃ

মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে রাত ৮টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশির তার মায়ের চিকিৎসায় ব্যস্ত। তাই সাকিবকেই মেয়ে আলাইনাকে নিয়ে আমেরিকা যেতে হচ্ছে।

সপ্তাহখানেক আগে মা, শাশুড়ি ও সন্তানদের অসুস্থতার খবর পেয়ে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। মাঝে কয়েকদিন আগে শোনা গেল, তিনি মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে পারেন।

তার খেলার পূর্ব প্রক্রিয়া চূড়ান্তও হয়েছিল। সাকিবকে প্রিমিয়ার লিগ খেলানোর সম্ভাব্য সব প্রস্তুতিই ছিল সম্পন্ন। বিসিবির অনুমতিও নিয়ে রেখেছিল সাকিবের ক্লাব মোহামেডান। তবে ক্যান্সার আক্রান্ত শাশুড়ির শারীরিক অবস্থা বিবেচনা করে শেষ পর্যন্ত মোহামেডানের হয়ে খেলতে মাঠে নামেননি সাকিব। আপাতত আর প্রিমিয়ার লিগ খেলা হবে না সাকিবের।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে আলাইনার স্কুল খুলে গেছে। তার স্কুলে যাওয়া বাধ্যতামূলক। তাই আলাইনার স্কুলের ক্লাস ধরতেই আসলে পিতা সাকিবকে যুক্তরাষ্ট্র যেতে হচ্ছে। শিশির যুক্তরাষ্ট্র যাওয়ার আগপর্যন্ত, সাকিবকেই সেখানে আলাইনার দেখভালের দায়িত্ব পালন করতে হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ