শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মোঃ আব্দুল মালেক এমটিবি’র চেয়ারম্যান এবং সৈয়দ মঞ্জুর এলাহী ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশঃ

মোঃ আব্দুল মালেক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জনাব মালেক দেশের খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট থেকে বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রী অর্জন করেন। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান শেলটেক কনসালট্যান্টস্ প্রাইভেট লিমিটেড (এসসিপিএল)-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। শেলটেক কনসালট্যান্টস্ প্রাইভেট লিমিটেড (এসসিপিএল)-এর বাস্তবায়নকৃত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো – এশিয়ান ডেভেলপম্যান্ট ব্যাংক (এডিবি), ইউনাইটেড ন্যাশনস্ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), ইউরোপীয়ান ইকোনোমিক কমউিনিটি (ইইসি), ফিনিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (এফআইএনএনআইডিএ), ইউনাইটেড স্টেটস্ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি), ইউনাইটেড ন্যাশনস্ চিলড্রেনস্ ফান্ড (ইউনিসেফ) এবং ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি), এবং ডিরেক্টরেট জেনারেল ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (ডিজিআইএস)। গার্মেন্টস শিল্পেও তাঁর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। তিনি গত দুই বছর ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমটিবি এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী এমটিবি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ করেছেন। তিনি এমটিবি বোর্ড নির্বাহী পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের একটি নেতৃস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এপেক্স গ্রুপেরও চেয়ারম্যান। তিনি আমেরিকান চেম্বার অফ কমার্স (অ্যামচেম), বাংলাদেশ কর্তৃক “বিজনেস এক্সিকিউটিভ অফ দ্য ইয়ার ২০০০” এবং ডেইলি স্টার এবং ডিএইচএল ওয়ার্ল্ড-ওয়াইড এক্সপ্রেস দ্বারা স্পনসরকৃত “বিজনেস পার্সন অফ দ্য ইয়ার ২০০২” পুরস্কার সহ বাণিজ্য ও শিল্পে অবদানের জন্য বিভিন্ন পুরস্কার জিতেছেন।

একজন বিশিষ্ট শিল্পপতি হওয়ার পাশাপাশি, তিনি নেতৃত্বের গুণাবলী, পেশাদারিত্ব এবং দেশব্যাপী গ্রহণযোগ্যতার জন্য ১৯৯৬ এবং ২০০১ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিযুক্ত হন।

জনাব এলাহী বর্তমানে এপেক্স গ্রুপের বিভিন্ন কনসার্নসমূহ, গ্রে অ্যাডভারটাইজিং (বাংলাদেশ) লিমিটেড, কোয়ান্টাম কনজিউমার সল্যূশন লিমিটেড, মানুষের জন্য ফাউন্ডেশন, সানবিমস স্কুল লিমিটেড এবং এমটিবি ফাউন্ডেশনের চেয়াারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর মালিকানাধীন প্রতিষ্ঠান, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর পরিচালক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২৮ ডিসেম্বর, ২০২২ ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৮৫তম সভায় উপরোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ