মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মোঃ মুরশেদুল কবীর জনতা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক

প্রকাশঃ

মোঃ মুরশেদুল কবীর সম্প্রতি পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে জনতা ব্যাংক লিমিটেড এ যোগদান করেছেন। এর আগে তিনি একই ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। মোঃ মুরশেদুল কবীর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের চাকরি জীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখা, এরিয়া প্রধান, বিভাগীয় প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতি’র (বিইএ) আজীবন সদস্য। তিনি আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত একজন দাবাড়– ও এসোসিয়েশন অব চেজ প্লেয়ারস বাংলাদেশ (এসিপিবি) এর সদস্য। ব্যাংকিং ক্যারিয়ারের বাইরে লেখালেখির প্রতি তার আকর্ষণ রয়েছে। তিনি দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ