শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মোটর ফেস্টে সুদমুক্ত কিস্তিতে নতুন গাড়ি কেনা যাবে

প্রকাশঃ

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে তিনদিন ব্যাপী তৃতীয় পিএইচপি মোটর ফেস্ট শুরু হচ্ছে। আজ ২৮ নভেম্বর মেলা শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

মোটর ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত আমির ফরিদ আবু হাসান। এ ছাড়া দেশের বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন ব্যাংক-বীমার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। এ সময় পিএইচপি মোটরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেস্টে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি গাড়ি ও মোটরবাইক থাকবে। তিন দিনের আয়োজনে মোটরবাইক র‌্যালি, মোটরবাইক স্টান শো, টেস্ট রাইড ও লাইভ কনসার্ট থাকছে। ইভেন্টের আয়োজক উইজার্ড শো-বিজ। অনুষ্ঠানের প্রধান স্পন্সর পিএইচপি ফ্যামিলি। পাওয়ার্ড বাই হিসেবে থাকবে অনলাইন মার্কেটিং দারাজ ও পাঠাও। ঢাকা-চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড আসওয়াদ, আর্ক, বে অফ বেঙ্গল, তীরন্দাজ, স্টোন, উম্মাদ মেট্রিক্যাল, থাউজেন্ড ডায়াস, হেমারন, ওয়ান ক্লাউড, ইলেক্ট্রিক্যাল ফোর্স ও ডিসমেলোডিয়া সংগীত পরিবেশন করবে।

মোহাম্মদ মহসিন বলেন, মেলায় ব্যাংক ঋণের মাধ্যমে গাড়ি কেনার সুবিধা পাওয়া যাবে। এজন্য বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে পিএইচপি মোটর। ৩০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে বাকি ৭০ শতাংশ টাকা তিন বছরে বিনাসুদে কিস্তিতে পরিশোধের সুবিধা পাবেন গ্রাহকরা।

মোটর ফেস্টের পরিসর ক্রমান্বয়ে বড় হবে জানিয়ে পিএইচপি মোটরের এমডি মোহাম্মদ আকতার পারভেজ বলেন, আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে চাই। বাইক ফেস্ট দিয়ে শুরু করেছিলাম। দ্বিতীয় বছর পিএইচপি মোটর ফেস্ট নামে হচ্ছে। বিগত দুই বছর ভালো সাড়া পেয়েছিলাম। আশা করছি এবার আরও বেশি সাড়া পাব। মেলায় ১৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায় নতুন ব্র্যান্ডের প্রোটন সাগা পাওয়া যাবে।

মেলার প্রবেশ মূল্য মাত্র ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, তিনদিন ব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ