শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মোহাম্মদ আনিস জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

প্রকাশঃ

মোহাম্মদ আনিস সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক পিএলসির আইটি, ওভারসীজ ও এমআইএস ডিভিশনের মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি একই ব্যাংকের উপমহাব্যবস্থাপক ছিলেন। মোহাম্মদ আনিস ২০০১ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালনসহ সংযুক্ত আরব আমিরাতের শাখাগুলোর আইটি ও এএমএল বিষয়ক দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে তিনি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি একজন সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেম অডিটর (সিআইএসএ), সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক এসোসিয়েট (সিসিএনএ) ও সার্টিফায়েড এন্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট (সিএএমএস)। পেশাগত কাজে তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নেন। তার পিতা মোঃ আবু তাহের এবং মাতা রওশন আরা। তিনি ১৯৭৩ সালে ঢাকার পূর্ব বাসাবোতে জন্মগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ