শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মৌলভীবাজার জেলায় লীড ব্যাংক হিসাবে ইউসিবি’র মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন

প্রকাশঃ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক গত ২৭ নভেম্বর ২০২১ তারিখে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার স্থানীয় একটি হোটেলে অত্র এলাকার বানিজ্যিক ব্যাংকসমূহের কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান জনাব মোঃ মাসুদ বিশ্বাস। কর্মশালাটিতে লীড ব্যাংক হিসাবে মনোনীত ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক, বিএফআইইউ জনাব এ, বি, এম, জহুরুল হুদা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি জনাব মোহাম্মদ খোরশেদ আলম। কর্মশালাটিতে সভাপতিত্ব করেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা জনাব সৈয়দ ফরিদুল ইসলাম। কর্মশালাটিতে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর উপমহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ মহসিন হোছাইনী এবং যুগ্মপরিচালক জনাব মোঃ রোকন-উজ-জামান। কর্মশালাতে বক্তাবৃন্দ মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বানিজ্যিক ব্যাংকসমূহের করনীয় বিষয়াদি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত কর্মশালায়, Trade Based Money Laundering & Credit Based Money Laundering প্রতিরোধে ব্যাংকসমূহকে সজাগ থাকার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ