শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ম্যানচেস্টারের উদ্দেশে ঢাকা ছাড়ল বিমানের ফ্লাইট

প্রকাশঃ

আজ রোববার (৫ জানুয়ারি) থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটে ফের শুরু হয়েছে বিমানের ফ্লাইট । ২৬৯ যাত্রী নিয়ে বিজি ০০৭ ফ্লাইটটি এদিন ম্যানচেস্টারের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাক-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। মাহবুব আলী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিদায় জানান।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারসহ মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও বিমানের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিমানবহরে সদ্য সংযোজিত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে উদ্বোধন হয় ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা। এই রুটে সপ্তাহে তিনদিন- রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্খা ছিল ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট । এটি বিমানের ১৭তম রুট।

উল্লেখ্য, উড়োজাহাজ স্বল্পতার কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে বিমানের এ রুট বন্ধ করে দেয়া হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ