মঙ্গলবার, ১৪ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশঃ

ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক ময়মনসিংহের সুতিরপাড় এলাকার রফিকুল ইসলাম, গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন, রাবিয়া খাতুন ও লাল মিয়া।

ওই ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, শিউলী আক্তার ও জুলেখা আক্তারসহ তিনজন।

প্রত্যক্ষদর্শী চরশ্রীরামপুরের আবুল কাসেম জানান, ইটভাটার মাটিবহনকারী দুটি ট্রলি রাস্তার বাম পাশ দিয়ে প্রতিযোগিতা করে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এতে কিশোরগঞ্জগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে এক নারী নিহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এতে রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম, সাহেরা খাতুন ও রাবিয়া খাতুন মারা যান। আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ