ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশাচালক ময়মনসিংহের সুতিরপাড় এলাকার রফিকুল ইসলাম, গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন, রাবিয়া খাতুন ও লাল মিয়া।
ওই ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, শিউলী আক্তার ও জুলেখা আক্তারসহ তিনজন।
প্রত্যক্ষদর্শী চরশ্রীরামপুরের আবুল কাসেম জানান, ইটভাটার মাটিবহনকারী দুটি ট্রলি রাস্তার বাম পাশ দিয়ে প্রতিযোগিতা করে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এতে কিশোরগঞ্জগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে এক নারী নিহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এতে রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম, সাহেরা খাতুন ও রাবিয়া খাতুন মারা যান। আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।