মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়সহ ব্যাংকের সকল শাখার সামনে অবস্থান নিয়ে সকাল ১০.০০ টা থেকে ১০.১০ মিনিট পর্যন্ত ব্যাংকের পরিচালক, নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সরবরাহকৃত গেঞ্জি পরিধান করে মুজিব বর্ষের লোগো সম্বলিত প্লেকার্ড নাড়িয়ে মুজিব শতবর্ষ দিনটি উদযাপন করেন। প্লেকার্ড প্রদর্শন শেষে প্রধান কার্যালয়ের সকলের উপস্থিতিতে ব্যাংকের বোর্ডরুমে কেক কাটা হয়। মুজিব শতবর্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মুর্শারফ হুসাইন, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ। এছাড়াও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধান কার্যালয়সহ ব্যাংকের বিভিন্ন শাখায় মুজিব কর্ণার স্থাপন করা হয়েছে।
যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়সহ ব্যাংকের সকল শাখায় মুজিব শতবর্ষ উদযাপন
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ