বৃহস্পতিবার, ১৫ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

যমুনা ব্যাংক এর উদ্যোগে “বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (BGIS)” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ

যমুনা ব্যাংক পিএলসি. গত ১৩ মে, ২০২৫ তারিখে “শরী’আহ ভিত্তিক বিনিয়োগের সুযোগ: বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (BGIS)” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারটিতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেব্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক জনাব ইস্তেকমাল হোসাইন এবং কি-নোট স্পিকার হিসেবে ছিলেন তাঁর টিমের অন্যান্য সদস্যবৃন্দ, যাঁরা সুকুক বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন। যমুনা ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এই সেশনে ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং অপারেশনাল ম্যানেজারগণ স্বশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল সুকুক স্ট্রাকচারিং, বিনিয়োগ সম্ভাবনা ও নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি।

উক্ত সেমিনারে যমুনা ব্যাংক শরী’আহ সম্মত সুকুক বিনিয়োগের প্রসার এবং সেক্টরের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এতে ৬ষ্ঠ বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (BGIS)-এর গুরুত্ব তুলে ধরা হয়। এটি একটি ইজারা সুকুক, যার পরিমাণ ২,০০০ কোটি টাকা, মেয়াদ ৭ বছর এবং বার্ষিক ১০.৫০% মুনাফা, যা ১৮-১৯ মে ২০২৫ পর্যন্ত বিডিংয়ের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ