বৃহস্পতিবার, ১লা মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

যমুনা ব্যাংক ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর মধ্যে পদ্মা সেতুতে ETC সিস্টেম ব্যবহার সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

পদ্মা সেতুতে আধুনিক, স্বচ্ছ, সময়সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর টোল আদায় ব্যবস্থার অংশ হিসেবে যমুনা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেম চালুর লক্ষ্যে যৌথ কার্যক্রম গ্রহণ করা হবে। চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্ম-সচিব খন্দকার নূরুল হক এবং যমুনা ব্যাংক পিএলসি-এর পক্ষে স্বাক্ষর করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুর রউফ। এসময় আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যমুনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে এম আতিকুর রহমান, হেড অব ট্রেজারি মোঃ মেহেদি হাসান এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ