সম্প্রতি যমুনা ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে যমুনা ব্যাংক টাওয়ারে অবস্থিত একাডেমির মিলনায়তনে “রিভাইজড ইএসআরএম গাইডলাইন অফ বাংলাদেশ ব্যাংক এন্ড ইটস কমপ্লায়ান্স” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সাসটেইনেবল ফাইনান্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব মোঃ রজব আলী ও অতিরিক্ত পরিচালক জনাব অমিতাভ চক্রবর্তী উক্ত ওয়ার্কশপ পরিচালনা করেন।
যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সাসটেইনেবল ফাইন্যান্স কমিটির প্রধান জনাব মোঃ আবদুস সালাম, উপ ব্যাবস্থাপনা পরিচালক ও হেড অফ বিজনেস ও করপোরেট ব্যাংকিং ডিভিশন জনাব মোঃ ফজলুর রহমান চৌধুরী, সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ প্রশান্ত সমির, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ বশির উদ্দিন, ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইফুল ইসলাম সহ যমুনা ব্যাংকের কর্পোরেট অফিসের ও বিভিন্ন শাখার ১৫০ জন কর্মকর্তা উক্ত ওয়ার্কশপে সরাসরি ও অনলাইনে অংশগ্রহন করেন।