রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

যশোর বিমানবন্দরে ইউসিবির ইমপেরিয়াল লাউঞ্জ উদ্বোধন

প্রকাশঃ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) আজ (৫ নভেম্বর ২০২৩) যশোর বিমানবন্দরে ইউসিবি ইমপেরিয়াল লাউঞ্জ উদ্বোধন করেছে। ইউসিবি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী প্রধান অতিথি হিসেবে লাউঞ্জের উদ্বোধন করেন।

লাউঞ্জ উদ্বোধনকালে তিনি বলেন, ইউসিবি তার গ্রাহকদের দীর্ঘ চল্লিশ বছর ধরে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় যশোর অঞ্চলের বিমান ভ্রমণকারীদের জন্য ইউসিবি ইমপেরিয়াল লাউঞ্জ ব্যবহারের এই নতুন সেবা নিয়ে এসেছে। এখন থেকে ইউসিবি ক্রেডিটকার্ড ব্যবহারকারী ও ইমপেরিয়াল গ্রাহকগণ যশোর বিমানবন্দর দিয়ে ভ্রমণকালে এই আরামদায়ক এবং বিলাসবহুল লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন।

লাউঞ্জ উদ্বোধনকালে ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটরি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ইউসিবির ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মাসুদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ