করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে আরও প্রায় ১৪শ মার্কিনির মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে আজ। একই সঙ্গে আরও দেড় লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৪ হাজার ১২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ২৫৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬৪ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৭১ হাজার ২৬ জনে ঠেকেছে।
অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় ৯৯ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৭৯ লাখ ৪৫ হাজার ৫৮২ জনে পৌঁছেছে।
চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।
এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৬ হাজার প্রায়। যেখানে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ৮৩৪ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ১১ লাখ ৯১ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৯৯ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৯ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ১৮ হাজার ৩৬৩ জনের প্রাণহানি ঘটেছে।
ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৭ লাখ ৫ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৬৮৬ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৬ লাখ ৬৭ হাজারের কাছাকাছি। এর মধ্যে না ফেরার দেশে ৩৪ হাজার ৪৩৭ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৯ হাজার ৩৮০ জনের।
নিউ জার্সিতে করোনার শিকার ৩ লাখ ৩৪ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৭৮ জনের।
এ ছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।