রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রংপুরের মিঠাপুকুরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

প্রকাশঃ

রংপুরের মিঠাপুকুরে এনআরবিসি ব্যাংক কার্যক্রম শুরু করেছে। রোববার, ০৩ অক্টোবর, ২০২১ মিঠাপুকুর উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ লিটন, রংপুর জেলা রেজিস্ট্রার আব্দুস সালাম প্রামাণিক,মিঠাপুকুরের এসিল্যান্ড মাহমুদ হাসান মৃধা, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(্ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

ব্যাংক চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, ব্যাংকিং সেবাকে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে নিয়ে যেতে এনআরবিসি ব্যাংক কাজ করছে। অসহায়, হতদরিদ্র, ভাগ্যবিড়ম্বিত মানুষদের পাশে গিয়ে তাদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সেবা দেওয়া হচ্ছে। গ্রামের মানুষের কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিতে এনআরবিসি ব্যাংক শুরু করেছে পার্টনারশীপ ব্যাংকিং। এ উদ্যোগে নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে রংপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ সিরাজুল হক, মিঠাপুকুর উপশাখার ইনচার্জ একেএম মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তাগণ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ