রমজানের শুরুতেই সকাল থেকে রাজধানীতে তীব্র যানজট দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন।
রবিবার (৩ এপ্রিল) রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, সাইন্সল্যাব এলিফ্যান্ট রোড, শাহবাগ, মতিঝিল, পল্টন, গুলিস্তান, ফার্মগেট, গুলশান মোড়, বনানী, বাড্ডা, লিংরোড, কুড়িল বিশ্বরোড উত্তরাসহ পুরো নগরীতেই যানচলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
স্বল্প দুরত্বের পথ অতিক্রম করতে দীর্ঘ সময় সিগন্যালে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। যার কবলে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মোড়ে মোড়ে যানবাহনের চাপ সমালাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক সদস্যদের।
জ্যামে আটকা পড়ে বিরক্ত যাত্রীরা। তারা বিভিন্ন ক্ষোভ প্রকাশ করছে। তারা অপেক্ষায় রয়েছেন কখন পরিস্থিতি স্বাভাবিক হবে।
ট্রাফিক পুলিশ বলছে, দুপুরের পর অথবা সন্ধ্যা নাগাদ ইফতারের আগেই স্বাভাবিক হয়ে আসবে যানজট পরিস্থিতি। তাদের দাবির প্রতি রমজানে রাজধানীতে কিছুটা যানজট তৈরি হয় এবং সেটা ইফতারের আগেই নিয়ন্ত্রণে চলে আসে।