করোনা ভাইরাসের সংক্রমণরোধে রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটর সাইকেলে যাত্রী তোলার ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বিক্ষোভ করেছেন চালকরা।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। চালকরা তাদের মোটর সাইকেল রাস্তায় রেখে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
প্রসঙ্গত, আজ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসস্ট্যান্ডে এসে বাসে উঠতে না পেরে বিক্ষোভ করেছেন অফিসগামী যাত্রীরা।
সম্প্রতি করোনার সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা দেয় সরকার। এর আলোকে গণপরিবহনে ৫০ শতাংশ আসন খালি রেখে যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী দুই সপ্তাহের জন্য মোটরসাইকেলের রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার নির্দেশনা দেয় বিআরটিএ।