বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রাজধানীতে ব্যাংক খোলা থাকবে আজ

প্রকাশঃ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ রাজধানী ঢাকা সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকের সব শাখা বন্ধ থাকার কথা। কিন্তু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানতের অর্থ জমা দেওয়ার সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকাল ৪টা পর্যন্ত শুধু নির্বাচন সংক্রান্ত লেনদেন করা যাবে।  ঢাকা মহানগরের বাইরে সকল ব্যাংকের শাখা বন্ধ থাকবে।

সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমাদানকারীদের সুবিধার কথা বিবেচনা করে ৩১ ডিসেম্বর বিকাল পর্যন্ত ঢাকা মহানগরীর সব তফসিলি ব্যাংকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করাসহ খোলা রাখতে হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ