সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

প্রকাশঃ

রোববার (১০ মার্চ) সকালে রাজধানীর গুলিস্তান ও দক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই দুই নারীর নাম-ঠিকানা এখন জানা যায়নি।

রাজধানী গুলিস্তান হলের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক মহিলাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন ভ্যানচালক রাসেল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া রাজধানীর দক্ষিণখান কসাইবাড়ি রেলগেটের পাশের সড়কে অটো রিকশার ধাক্কায় অজ্ঞাত (৪০) এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন অটোচালক মোস্তাকিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোস্তাকিম জানান, রাস্তা পারাপার হওয়ার সময় তার অটোর ধাক্কাতেই ওই মহিলা মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ