সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রাজধানীর তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশঃ

রাজধানীর তেজগাঁও সড়ক অবরোধ করেছে কানিজ গার্মেন্টসের শ্রমিকরা। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ের দুইপাশে অবস্থান গার্মেন্টস শ্রমিকরা। এ সময় রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায় ফলে অফিসমুখী যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার মইনুল ইসলাম জানান, কানিজ গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে নাবিস্কো মোড়ের দুইপাশে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের এই অবরোধের কারণে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শ্রমিকরা বলছেন, সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করে কর্তৃপক্ষ। সে বিষয়ে সুরাহা না করেই গত ৩ দিন ধরে গার্মেন্টসে কোনো শ্রমিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতর থেকে আটকে রেখেছে। তাই আমরা সড়কে নেমেছি।

পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের এক পাশে সরিয়ে দিলে অন্যপাশ দিয়ে থেমে থেমে যান চলাচল শুরু হয় বলে মইনুল ইসলাম জানান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ