সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রাজধানী ভাটারার অসহায় মানুষের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশঃ

নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার লাভ করায় দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকার কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ১৭ জুন ২০২১ইং তারিখে রাজধানী ভাটারার নি¤œ অঞ্চলের কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে ডিএমপি গুলশান জোনের সার্বিক সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ঢাকা মেট্টোপলিটন পুলিশ এর গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার জনাব সুদীপ কুমার চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ঢাকা মেট্টোপলিটন পুলিশ এর গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফা, শাহ্জালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা এবং ডিএনসিসি ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম বাছেক-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতি পরিবার-কে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ এবং ১ পিস সাবান বিতরণ করা হয়েছে। যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ