সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রাজশাহীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আগুন: নিহত ১৭

প্রকাশঃ

রাজশাহী সদরের কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার মধ্যে ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। জ্বলন্ত মাইক্রোবাস থেকে এর কোন যাত্রী বের হতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘ত্রিমুখী সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।’

তিনি আরও জানান, রাজশাহী থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। অন্য একটি যাত্রীবাহী সিএনজি রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস, মাইক্রোবাস ও সিএনজি রাজশাহীর কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছানোমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভিতরেই আগুনে পুড়ে ১১ জন নিহত হন এছাড়াও আরও কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে ছয় জন মারা যান। সবমিলিয়ে ১৭ জন নিহত হয়েছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ