রাজধানীর রামপুরায় মোল্লা টাওয়ারের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিটের কর্মীদের পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (৮ মে) সকাল সাড়ে ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের সংবাদ পায় সার্ভিস। খিলগাঁও ফায়ার সার্ভিস থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, রামপুরায় ৯তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন মোল্লা টাওয়ারের ৪র্থতলায় একটি অফিস কক্ষে সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে।
প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে, মশার কয়েল অথবা ফেলে দেওয়া বিড়ে-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ততে, অফিসের কাগজপত্র, কম্পিউটার, সোফাসহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।