সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রিজার্ভ চুরির মামলা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশঃ

কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধি দল আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশে ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনায় মামলা করার জন্য। আজ রবিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, মামলা করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েই এ দলটা যুক্তরাষ্ট্রে যাচ্ছে। কাদের বিরুদ্ধে এবং কী মামলা করা হবে, সেখানে ল’ফার্মের সঙ্গে আলাপ করে মামলার বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

যুক্তরাষ্ট্রে প্রচলিত আইন অনুযায়ী, এ ধরনের ঘটনার মামলা তিন বছরের মধ্যে না করলে সেটি গুরুত্ব কমে যায়। ফলে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে রিজার্ভ চুরির মামলা করতে হবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে নিউইয়র্কের আদালতে মামলা করার প্রস্তুতি নেয়া হয়েছে। এ ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সহায়তা নেয়া হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১০ কোটি টাকা চুরি হয়। সুইফট কোডের মাধ্যমে ৮১০ কোটি টাকা শ্রীলঙ্কা ও ফিলিপাইনে পাঠানো হয়। এর মধ্যে ২৭৩ কোটি টাকা ফেরত পাওয়া গেলেও, বাকি ৫৩৭ কোটি টাকা এখনো উদ্ধার হয়নি।

এই রিজার্ভ চুরির ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক মাইয়া দেগুইতো। এতে তার ৩২ থেকে ৫৬ বছর কারাদণ্ড দিয়েছেন ফিলিপাইনের একটি আদালত। একইসঙ্গে তাকে ১০ কোটি ৯ লাখ ডলার জরিমানা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পর ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং অর্থ ফেরত আনার আশ্বাস দেয়া হয়েছিল। সাবেক গর্ভনর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়, যে কমিটি তদন্ত প্রতিবেদন দিয়েছে। কিন্তু সেই প্রতিবেদন সরকার প্রকাশ করেনি।

যেখানে গত তিন বছরেও তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়নি, সেখানে যুক্তরাষ্ট্রের এই আইনি পদক্ষেপ থেকে বাংলাদেশ ব্যাংক কতটা আশা করছে এমন প্রশ্নের জবাবে মো. সিরাজুল ইসলাম বলছেন, ‘দেখুন, আমাদের এখানে সিআইডি তদন্ত করেছে। আন্তর্জাতিক মামলা করার জন্য যেসব প্রস্তুতি, সতর্কতা দরকার তার সবই নেয়া হয়েছে। সুতরাং আমি মনে করি, এখানে আমাদের কোন দুর্বলতা নেই। অতএব আশা করা যায়, আন্তর্জাতিক আদালতে মামলা করলে আমরা ন্যায় বিচার পাব।

এ মাসের ভেতরেই মামলা হবে বলে গত ২০ জানুয়ারি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন। এ মামলা দেখভালের জন্য বাংলাদেশের একজন এবং আমেরিকায়ও একজন আইনজীবী আছেন। তারা যৌথভাবে সময় নির্ধারণ করে মামলা করবেন।

Microsoft 70-487 Real Exam Online Sale

Tseng Kuo fan looked all the way in the past, gradually immersed in this painting, he looked and said Get the magnifying glass over. A word to remind the dreams, algae overjoyed, immediately mentioning brightened.Wenliang to the lobby above all the first repay all kinds of claims, claiming that the prosecution was Lee for the prefect, why Microsoft 70-487 Real Exam they have appeared Forcing Qi Da Division Kou desperation, once again on the text of the light sentence, Wen Liang then according 70-487 Real Exam to them said the move. You do not understand the rules We do not set the weight of Qi Shan good weight Some, what did you do to the emperor Will Qi Shan be Microsoft 70-487 Real Exam acquitted Developing Windows Azure and Web Services Flower Shana Road Our family is afraid if the emperor is allowed it Wen Ching Tao On the meaning of the right once on the right off it, how many of us have the title, how Flower Shana Road Our family is not named, our family think Jue phase too much. Sold out to sell the girl.Sold out girl, also selling gossip.The gossamer also sold out, had to sell the house.Recently heard that the Lord several leased the city gate A 70-487 Real Exam small earth house, or smoky all day, seeing is waiting to return west. However, since the Microsoft Web Applications 70-487 year that leaves Song took over, he broke the rule of filial piety for years among his members and considered that there was a sound pollution officer. Taichong Temple is vacant, according to the Temple of Light Lujiazui or Taipu Temple Secretary rose.

On the night before my cousin got married, no matter Developing Windows Azure and Web Services what we sang, we didn t have a bowl of Microsoft Web Applications 70-487 our own noodles or miscellaneous soup. He waited for a day during his Microsoft 70-487 Real Exam Microsoft 70-487 Real Exam heart, and when he was counted at 8 00 in the morning, he quickly hit the mobile phone of Mingcheng. There were two men lying on the bed, because they were lying down, the fat belly was squeezed to the sides, softly spread on Microsoft Web Applications 70-487 Real Exam the bed, 70-487 Real Exam fat and white. It s just right to smile, it s just right. I took out Microsoft 70-487 Real Exam the business card and handed it to Shi Tiandong.

I have been so day by day.I do not know what I am doing, I am doing what I am doing. I said faintly The result you get is the weight of Developing Windows Azure and Web Services life.Enough Definitely enough Definitely hit your weakness Lost more effect This art college girl is absolutely Microsoft 70-487 Real Exam taboo is stalker Because you are immune to that Is to give you a weakness to go Microsoft Web Applications 70-487 aftertaste at night suddenly I press off their own cigarettes boss, checkout You silly, why not say it Later, you said, by The weight of life This Microsoft 70-487 Real Exam black servant really quite whole ah I ll check out Use me to send you home Not without reluctance. Kobold high squadron suffered a punishment, but he can not say anything because it 70-487 Real Exam is his fault. Every time a rookie of the squadron was his main lesson, he was not assured.Later, I was actually picked up by Microsoft 70-487 Real Exam Microsoft 70-487 Real Exam the head high school squadron Microsoft 70-487 Real Exam directly under his team to go inside, I guess he is considering hammering me more convenient.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ