মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

লকডাউনে বন্ধ থাকবে সব যানবাহন

প্রকাশঃ

সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ লকডাউনের আওতায় জরুরী পণ্যবাহী ব্যতীত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২৫ জুন) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সিদ্ধান্ত নেয়।

এছাড়াও শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। সংবাদমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) মারা গেছেন ১০৮ জন। যা দেশে করোনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ