লিমিটেড (এমটিবি) সম্প্রতি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় উলিপুর শাখার মাধ্যমে লালমনিরহাটে এক উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। এ অনুষ্ঠানে ৪৭৯ জন প্রান্তিক ভুট্টা চাষীর মামিউচুয়াল ট্রাস্ট ব্যাংকঝে কৃষি কর্মকান্ডে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ঋণের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মোঃ আব্দুল হাকিম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রংপুর কার্যালয় ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাইফুল আরেফিন খালেদ, পরিচালক, এগ্রো ব্রিডারস্ লিমিটেড। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহ্বুবুর রহমান এবং তাঁর প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন – ‘দেশের অর্থনীতিতে ব্যাংকের গুরুপূর্ণ অবদান এবং প্রান্তিক কৃষকদের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে আগামী দিনেও এমটিবি ভুট্টা এবং অন্যান্য ফসল উৎপাদনকারীদের সাথে প্রয়োজনীয় অংশীদারিত্বের মাধ্যমে সহযোগিতামূলক কাজ করবে।’
অন্যান্যদের মধ্যে এমটিবি’র মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ মাহবুব মোর্শেদ, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন-২ ও সঞ্জীব কুমার দে, হেড অব এসএমই এবং অ্যাডভোকেট মশিউর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বাংলাদেশ ব্যাংক, এমটিবি এবং অ্যাগ্রো ব্রিডার্স লিমিটেডÑএর অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।