বুধবার, ১৫ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শতভাগ বিদ্যুতের আওতায় আসলো কয়রার দু’টি গ্রাম

প্রকাশঃ

কয়রা উপজেলার ৫নং ও ৬নং কয়রা গ্রামে শতভাগ বিদ্যুৎ সংযোগ দিয়েছে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পিচের রাস্তার মাথায় ফলক উম্মোচন শেষে শতভাগ বিদ্যুৎ সংযোগ কাজের শুভ উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০২০ সালকে মুজিববর্ষ ঘোষণা করে সমগ্র দেশকে বিদ্যুৎ নেটওয়ার্কে আনায়নের অংশ হিসেবে কয়রা উপজেলার দু’টি গ্রামে আজ শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়া হলো। অন্য সকল এলাকা দ্রুত শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক আশরাফ হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুর-ই-আলম সিদ্দিকী, পল্লী বিদ্যুৎতের এজিএম হুমায়ুন কবির, জেলা আ’লীগ নেতা এড. ফরিদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ, কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা আ’লীগ নেতা হারুন-অর-রশিদ, এসএম বাহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পদক আমিনুল ইসলাম বাদল প্রমুখ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ