বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শনিবার সারাদেশে টিকা নিয়েছে আরও ১০ লাখ মানুষ

প্রকাশঃ

রাজধানীসহ সারাদেশে শনিবার (২০ নভেম্বর) করোনার টিকা নিয়েছে আরও প্রায় ১০ লাখ মানুষ। এ সময়ে সর্বমোট টিকাগ্রহণকারী ৯ লাখ ৮৪ হাজার একজন। তাদের মধ্যে প্রথম ডোজের ৭ লাখ ১৫ হাজার ৩৬৯ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৬৩২ জন।

প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৩ লাখ ৩২ হাজার ৩৩৯ জন ও নারী ৩ লাখ ৮৩ হাজার ৩০ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৪৩৫ জন ও নারী ১ লাখ ৩৫ হাজার ১৯৭ জন।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা করোনার টিকা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন : করোনাভাইরাসে মৃত্যুহীন ২৪ ঘণ্টা দেখলো বাংলাদেশ

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।

২৭ জানুয়ারি থেকে শনিবার (২০ নভেম্বর) পর্যন্ত সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা ৮ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের ৫ কোটি ৪৩ লাখ ছয় হাজার আটজন ও দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৪০৮ জন।

২০ নভেম্বরর পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় কোটি ৮২ লাখ ৭৭ হাজার ৪৫৫ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৬ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৮৮৩ জন ও পাসপোর্টের মাধ্যমে ৯ লাখ ৯৫ হাজার ৫৭২ জন নিবন্ধন করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ