মঙ্গলবার, ২৫শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শবেবরাতের ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ

প্রকাশঃ

শবেবরাতের ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনর্নির্ধারণ করছে সরকার। মঙ্গলবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, “জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শবে বরাত উপলক্ষে ছুটির নির্ধারিত তারিখ ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনর্নির্ধারণ করা হল।”

শবেবরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে ছুটি থাকে। গত ১৪ মার্চ জাতীয় চাঁদ দেখা কমিটি জানায় ২৯ মার্চ ‘শবে বরাত’ পালিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে, বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি পুনর্নির্ধারণ করবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ