বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের “বৈদেশিক বিনিময় কার্যক্রম পরিপালন” শীর্ষক কর্মশালা

প্রকাশঃ

স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের উদ্যোগে গত ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে “বৈদেশিক বিনিময় কার্যক্রম পরিপালন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ হাবিবুর রহমান। দিনব্যাপী এ কর্মশালায় আমদানি-রপ্তানি কার্যক্রমের যথাযথ রিপোর্টিং, বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়মাচার ও সার্বিক পরিপালন বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন অর্ঘ প্রতিম কুন্ড ও মোঃ সুজাত আলী প্রধান, যুগ্ম পরিচালক (এফইওডি), বাংলাদেশ ব্যাংক। কর্মশালায় ব্যাংকের সকল এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধানগণ ও রিপোর্টিং কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ; ইন্টারন্যাশনাল ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান মোঃ হাসিবুল হাসান এবং এসবিএল লার্নিং সেন্টারের প্রধান সৈয়দ মসনুন আলী।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ