সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাবনূর জন্মদিনে আসছেন নতুন চমক নিয়ে

প্রকাশঃ

শাবনূর ’ঢাকাই’ চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পরবাসে থাকলেও প্রায়ই শোনা যায়, বাংলা সিনেমায় ফিরবেন তিনি। কিন্তু সেটা কবে, তা নিশ্চিত জানাতে পারছিলেন না কেউই।

কিছুদিন আগে হ্যাকিংয়ের শিকার হয় তার ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট। সেগুলো রিকভার করে আবারও অনলাইনে ফিরেছেন ভক্তদের কাছে।

সোমবার (১৩ ডিসেম্বর) নতুন এক ঘোষণা দিয়েছেন এ অভিনেত্রী। শাবনূর ফেসবুকে তার পার্সোনাল ব্লগে জানিয়েছেন ইউটিউবে ফেরার কথা।

অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৭ ডিসেম্বর আমার জন্মদিন। সে উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি।’ ভক্ত-দর্শকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন শাবনূর।

সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে। সিনেমা ছেড়ে দূরে থাকলেও এ অভিনেত্রীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাই ভক্তদের কাছাকাছি থাকতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এ অভিনেত্রী।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ