মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালালে আড়াই কেজি স্বর্ণ ও মোবাইলসহ দুই ব্যক্তি আটক

প্রকাশঃ

গতকাল বুধবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ সাহাবুদ্দিন ও মনির নামে দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এসব স্বর্ণের বাজার মূল্য দেড় কোটি টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস হাউস বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।

কাস্টমস হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের ভেতরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে সন্ধ্যা ৭টায় দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট নং ইকে ৫৮৬ এর যাত্রী সাহাবুদ্দিন ও মনির আহমেদকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তাদর বহন করা লাগেজের ভেতরে অভিনব কায়দায় তার আকারে সেটিং করা ২ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

এছাড়া অন্যান্য কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশি করে আরো ২০০ গ্রাম স্বর্ণ ও ১০০ পিস বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মোবাইল উদ্ধার করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের কমিশনার এম মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন, উদ্ধার পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ