রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালালে বিমানের সিটের নিচে ৬৮টি স্বর্ণের বার

প্রকাশঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের যাত্রীর আসনের নিচ থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ৮ কেজি। বর্তমান বাজারমূল্য প্রায় পৌনে ৫ কোটি টাকা। জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে। এসব তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুবিনুল কবির। ডিজি জানান, শুক্রবার সকালে গোপন সংবাদে জানতে পারি মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে স্বর্ণের চালান আসছে।

ওই তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক গোয়েন্দারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। সকাল সোয়া ১০টার দিকে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশের বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি করে যাত্রীদের বসার আসনের নিচে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ওজনের ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায় বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ