বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালালে ৩৮টি স্বর্ণের বারসহ ট্রাফিক কর্মচারী আটক

প্রকাশঃ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮টি স্বর্ণের বারসহ এমদাদুল হক চৌধুরী (৪৬) নামে এক ট্রাফিক হেলপারকে আটক করেছে বিমানবন্দরের আর্মড পুলিশ। আজ শনিবার দুপুর পৌনে দুইটার দিকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, থাই এয়ারের একটি ফ্লাইট (টিজি ৩২১) আজ ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসে। এই বিমানে আসা কিছু কার্গো মাল প্যাকেটে করে ইম্পোর্ট কার্গোতে আসে। সেখান থেকে ৩৮টি স্বর্ণের বার নিজ হেফাজতে নেন বলে স্বীকার করেছেন এমদাদুল হক।

আটক এমদাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ সুপার আলমগীর হোসেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৮০০ গ্রাম। এর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ