ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ থেকে ৫০০ সৌদি রিয়াল নোটের বান্ডেলসহ মো. হাসান আলী নামের একজনকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটির সদস্যরা।
বিমানবন্দর সূত্র জানায়, গার্মেন্টস সামগ্রী বলে একটি লাল ব্যাগের মধ্যে রিয়ালের নোটগুলো রাখা ছিল। চালানটি যাওয়ার কথা ছিল সিঙ্গাপুরে। রাত সাড়ে ১০টা পর্যন্ত নোটগুলো গণনা চলছিল।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ এলাকায় স্ক্যানিংয়ের সময় চালানটি ধরা পড়ে।
আরও পড়ুন : বিমানবন্দরে করোনার পিসিআর টেস্ট এর ব্যবস্থার নির্দেশ
বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, সিঙ্গাপুরগামী একটি কনসাইনম্যান্টের মধ্য থেকে সৌদি রিয়াল উদ্ধার করা হয়। কনসাইনম্যান্টটি সিঙ্গাপুর কার্গোতে (এসকিউ-৪৪৭) করে যাচ্ছিল। স্ক্যানিংয়ের সময় সন্দেহপূর্বক এটি উদ্ধার করেন এভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সদস্য গাজী কাইয়ুম। উদ্ধারকৃত মালামালের ফ্রেইটার হচ্ছে স্টার এক্সপ্রেস লাইন নামে একটি প্রতিষ্ঠান।
বিমানবন্দর সূত্র জানায়, হাসান আলী এসব মালামাল বিমানবন্দরে দিতে এসেছিলেন। মালামালের সঙ্গে থাকা বাক্সের ভেতর একটি লাল ব্যাগে কার্বন দিয়ে মোড়ানো ছিল রিয়ালগুলো।