শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালাল বিমানবন্দরে ২ কেজি স্বর্ণের গহনা উদ্ধার

প্রকাশঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি অভিযানে দুই কেজি স্বর্ণবার ও গহনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিম পৃথক অভিযানে ৭ জন যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণ উদ্ধার করে। ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউস জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২.১৩৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১ কোটি ৬ লাখ টাকার। এর মধ্যে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির মাধ্যমে কোলকাতা থেকে আগত যাত্রী মমতাজ বেগম ও আয়েশা বেগমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে ৯৬৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। এছাড়া অন্যান্য কয়েকটি ফ্লাইটের ৫ জন যাত্রীকে তল্লাশি করে ৮টি স্বর্ণবার (৮৩৪ গ্রাম), ২টি চুড়ি (২৩৪ গ্রাম), ১টি চেইন (১০০ গ্রাম) উদ্ধার করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ