শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালাল বিমানবন্দরে ৪৮টি স্বর্ণবার উদ্ধার

প্রকাশঃ

হযরত শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪৮টি স্বর্ণবার জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমান ‘আকাশ প্রদীপ’র কয়েকটি সিটের নিচ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বুধবার সন্ধ্যায় সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, আবুধাবি থেকে উড়োজাহাজটি বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজে সোনা আছে এমন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, ‘আমরা জানতে পারি বিমানের চারটি সিটের নিচে সোনা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানে ঢুকে তল্লাশি চালিয়ে ১৭, ৩৪, ৩৫, ৩৬ নম্বর সিটের নিচে চারটি প্যাকেট পাওয়া যায়, যা পাইপের ভেতর বিশেষ ব্যবস্থায় লুকানো ছিল।’

উদ্ধারকৃত এ সোনার বাজার মূল্য হবে ৩ কোটি টাকা বলে জানান তিনি। তবে সোনা পাচারে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ