শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ বিমানকর্মী আটক

প্রকাশঃ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ বিমানের এক কর্মীকে আটক করা হয়েছে। বুধবার (২৫ মে) রাতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল তাকে আটক করে। আটক মো. আব্দুল আজিজ আকন্দ বিমানের ক্যাটারিং সার্ভিসে কাজ করেন।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারে কর্মরত একজনের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে বলে খবর পায় কাস্টম কর্মকর্তারা। খবর পেয়ে তাঁরা দুপুর ১টার দিকে ক্যাটারিং সেন্টারে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েন। এরপর জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর মাধ্যমে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করে সেখানকার কর্মী আব্দুল আজিজ আকন্দকে আটক করা হয়। তাঁর শরীরের বিভিন্ন অংশ থেকে প্রায় আট কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আব্দুল আজিজ আকন্দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাস্টম কর্মকর্তারা

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ